নাহমাদুহু ওয়া নুছাল্লি আলা রাসুলিহিল কারীম
শুরুতে রাব্বে কারীমের দরবারে বেহদ শুকরিয়া ও সায়্যিদুল মুরসালীন (দ.)’র নুরানি চরণযুগলে সালাতু সালামের নাজরানা পেশ করছি। অনলাইনে রকমারি ওয়েবসাইটের ভিড়ে আহলে সুন্নাতের প্রকৃত মতাদর্শকে দালিলিক পন্থায় তুলে ধরার প্রচেষ্টা যুগের চাহিদা-প্রত্যাশার চেয়ে অনেকগুণ কম।তথ্যবহুল কিছু ওয়েবসাইট আছে তবে তাতে আক্বিদার কথা থাকলেও তাওহিদ – রেসালাত- সিরাত- মাসায়েলের সামষ্টিক মেলবন্ধন, জীবনঘনিষ্ঠ বিষয়ের অবতারণা নেই। বিষয়ভিত্তিক আলোচনা অনেকাংশে অনুপস্থিত ।সুন্নি অঙ্গনে কার্যকর অনলাইন মাসিক পত্রিকার অভাব অনুভূত হবার প্রেক্ষিতে আহলা দরবার শরীফের আনজুমানে আছাদিয়া নুরীয়ার সাজ্জাদানশীন হযরতের নির্দেশনায় যুগোপযোগী প্রয়াস মাসিক আল ইসতিয়াব। ইমাম ওমর ইউসুফ বিন আবদুল্লাহ আন-নিমরির বিখ্যাতগ্রন্থ ‘আল -ইসতিয়াব ফি মারিফাতিল আসহাব’র নামানুসারে অনলাইন মাসিক পত্রিকাটির নামকরণ। বিখ্যাত জীবনীগ্রন্থটির লেখক ইবনু আবদিল-বার (জন্ম-৩৬৮,ওফাত-৪৬৩ হিজরি) নামে পরিচিত। তিনি মালিকি মাযহাবের প্রসিদ্ধ ইমাম, আইনবিদ, হাদিস বিশারদ এবং আন্দালুসিয়ান ইতিহাসবিদ। এ গ্রন্থটি ছিল সুলতানুল মুনাজেরীন আল্লামা নুরুল ইসলাম নুরী বাবা (রহ.)’র পছন্দের শীর্ষে। নামের যথার্থতা, মর্মার্থ অনুধাবন, বুযুর্গ হযরাতের পছন্দের কিতাবের নাম অনুসারে গবেষণামূলক সাময়িকীর নামকরণ করা হয়েছে মাসিক আল -ইসতিয়াব।
আল ইসতিয়াব: লেখকই যার পাঠক – পাঠকই যার লেখক
সুন্নি অঙ্গে অসংখ্য প্রতিভাবান লেখক আছে।তবে লেখা ছাপানোর বিশ্বস্ত কোনো প্লাটফর্ম নেই।ছাপার হরফে নিজের গবেষণাকে দেখার সাধ্য নেই অনেকের। অসংখ্য মূল্যবান কিতাব পড়ে আছে অযত্ন – অবহেলায়। সিন্ধু সেচে মুক্তো কুড়ানোর ন্যায় এসব দূর্লভ মূল্যবান খতিয়ানও অনুবাদ করার পরিকল্পনা নিয়েছে আল ইসতিয়াব পরিবার। কারো কাছে বিষয় ভিত্তিক গবেষণামূলক লেখা জমা আছে। ছাপানো হয়নি।তাদের গবেষণাকর্ম অনলাইন- অফলাইনে প্রকাশ করে পাশে থাকবে আল ইসতিয়াব। আক্বিদা-ধর্ম-দর্শন, সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্য বিষয়ক গবেষণামূলক লেখার সমাহারে আল ইসতিয়াবের যাত্রাপথ শুরু। আমাদের এ যাত্রায় দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের শ্রেষ্ঠ স্কলারগণ উপস্থিত হয়ে উৎসাহ যুগিয়েছেন,মূল্যবান নসীহত দিয়ে পাশে থেকেছেন তাদের ঋণ স্বীকার করছি অসীম কৃতজ্ঞতায়।একটি মহৎ লক্ষ্য নিয়ে এ পত্রিকার যাত্রাপথ শুরু।সবার উৎসাহ, সুপরামর্শ ও সহযোগিতা নিয়ে সামনে আরো এগিয়ে যাবে আল ইসতিয়াব। হযারাতে কেরামের নেক নজর আমরা প্রত্যাশা করছি।ভালো থাকুন,সুস্থ থাকুন।আল ইসতিয়াবের সাথেই থাকুন।